করোনা (Corona) সংক্রমণে অতিষ্ঠ গোটা দেশবাসী। প্রতিদিন সংক্রমনের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে উঠেছে ভারতবাসীর জীবন যাপন। বেহাল দশা ভারতের রাজধানী দিল্লির (Delhi)। একদিকে হাসপাতালে বেডের অভাব এবং অন্যদিকে অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে অনেক মুমূর্ষু করোনা রোগীর। এবার অক্সিজেনের সমস্যা মেটাতে দিল্লি সরকার অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আজ ঘোষণা করেছেন যে, প্রত্যেকটি জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক তৈরি হবে। করোনাক্রান্ত ব্যক্তি বাড়িতে চাইলে তাঁর বাড়ি অব্দি পৌঁছে দেওয়া হবে অক্সিজেন কনসেনট্রেটর। এই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল আজ বলেছেন, "আমরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক তৈরি করছি যাতে ২০০ টি কনসেনট্রেটর থাকবে। আসলে অনেক সময় অক্সিজেন না পাওয়া গেলে হসপিটালে আইসিইউতে ভর্তি হতে হয়। তাই বাড়িতে থেকে সেই সমস্যা নির্মূল করার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এছাড়াও তিনি আশ্বাস জুগিয়ে বলেছেন যে কেউ যদি বাড়িতে আইসোলেশনে থাকে তাহলে তাঁর বাড়ি অব্দি এই অক্সিজেন কনসেনট্রেটর মাত্র ২ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে। এছাড়া সেই রোগীর সাথে যোগাযোগ রাখবে একজন ডাক্তার। দরকার পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেবেন তিনি। এছাড়াও কোন রোগী দিল্লির হেল্পলাইন নাম্বার ১০৩১ নম্বরে কল করে করোনা হওয়ার খবর জানালে সরকার তাঁদের সাথে যোগাযোগ রাখবে।