করোনাভাইরাস পরিস্থিতিতে দিল্লির অবস্থা বর্তমানে সবথেকে খারাপ রাজ্যগুলির মধ্যে একটি। এই রাজ্যের প্রত্যেকদিন বহু মানুষ আক্রান্ত হয়ে করোনা ভাইরাসে প্রাণ হারাচ্ছেন। এরকম পরিস্থিতিতে এবারে শাসক দল আম আদমি পার্টির বিধায়ক শোয়েব ইকবাল তারই দলের বিরুদ্ধে সরব হলেন। তিনি হাইকোর্টে আর্জি জানালেন, দিল্লিকে বাঁচাতে রাজধানী এবং সংলগ্ন অঞ্চলে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক কেন্দ্র সরকারের তরফ থেকে। তা না হলে শোয়েব ইকবাল আশঙ্কা করেছেন, খুব শীঘ্রই নাকি দিল্লির রাস্তায় মৃতদেহ পড়ে থাকবে। শোয়েব ইকবালের আশঙ্কা কতটা সত্যি হবে জানা নেই, কিন্তু তার রাষ্ট্রপতি শাসন জারি করার অনুরোধে বেশ চাপে পড়েছে শাসক দল আম আদমি পার্টি। ২০২০ সালেই তিনি কংগ্রেস ছেড়ে দিল্লির মাটি মহল এলাকা থেকে আপের টিকিট লড়াই করেছিলেন।
বেশ কিছুদিন তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন বটে। কিন্তু এবারে নিজের দল আম আদমি পার্টির বিরুদ্ধে সরব হলেন শোয়েব ইকবাল। তিনি এই করোনা ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের সমস্ত দায় দিল্লি সরকারের বিরুদ্ধে প্রকারান্তরে আরোপ করলেন। তিনি বললেন, "একজন দলনেতা হিসেবে আজ আমি বিন্দুমাত্র গর্বিত নই। অত্যন্ত বিরক্ত বোধ করছি এই জন্য। এই করুণ পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারছিনা আমি। আমার কথা কেউ শুনছে না, অথচ আমি ছয় বারের বিধায়ক।" এছাড়াও দিল্লির পরিস্থিতি দেখে তার হৃদয় যন্ত্রণায় ফেটে যাচ্ছে বলেও দাবি করলেন শোয়েব ইকবাল (Shoaib Iqbal)। বিধায়ক বক্তব্য রাখলেন, তার বন্ধু নিজেও মৃত্যুশয্যায় রয়েছে। কিন্তু তার জন্য নিজেও তিনি অক্সিজেন জোগাড় করতে পারছেন না। এই কারণে তিনি অত্যন্ত ব্যথিত। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি রাষ্ট্রপতি শাসন জারি করার আর্জি জানালেন এই আপ বিধায়ক। তবে দলের মধ্যে এই বিদ্রোহী বিধায়কের দল বিরোধী আর্জিতে কার্যত অত্যন্ত বিপাকে কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার।