২১ নভেম্বর, ২০২৪
দেশ

অক্সিজেন সরবরাহে বাধা দিলেই ফাঁসিতে ঝোলানো হবে, ক্ষুব্ধ হয়ে বেনজির সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

অবশেষে আশার আলো, হাইকোর্টের সিদ্ধান্তে স্বস্তি কেজরিওয়ালের
arvind kejriwal Bengali News
অরবিন্দ কেজরিওয়াল twitter.com/ArvindKejriwal

করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর নতুন নজিরে রাজধানী দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লীতে মারা গিয়েছেন ৩৪৮ জন। দিল্লিতে এখনও অবধি মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪১ জনের। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন। এই মুহুর্তে রাজধানীতে সক্রিয় রোগীর সংখ্যা ৯২ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিকে ঘাটতি রয়েছে অক্সিজেনের। গতকাল প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীদের বৈঠকের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে কেজরিওয়ালকে বলতে শোনা গিয়েছে, তাঁর কাছে প্রতি মুহূর্তে হাসপাতাল থেকে ফোন আসছে। যেখানে বলা হচ্ছে, কোনো হাসপাতালে ২ ঘন্টার জন্য অক্সিজেন চলবে, কোথাও আবার আধ ঘন্টা। অথচ অক্সিজেন সরবরাহের গাড়ির খোঁজ করতে গিয়ে কেজরিওয়াল শোনেন, অন্য রাজ্য তাঁদের গাড়ি আটকে রেখেছে। তাই প্রধানমন্ত্রীর কাছে তাঁর কাতর আর্তি, এ ব্যাপারে নজর দিতে। নয়তো দিল্লির দুই কোটি মানুষকে মরতে হবে। এমনটাই শোনা গিয়েছে এই ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি পরিদর্শক)।

এরপরেই করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করে, আজ বেনজির সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের।কোনও ব্যক্তি অক্সিজেন সরবরাহে বাধা দিলে তাকে ফাঁসি দেওয়া হবে, দেশের উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে গাফিলতির বিরুদ্ধে এভাবেই সরব হয়ে উঠল দিল্লি হাই কোর্ট। অক্সিজেন সরবরাহে কোনওরকম ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনও আধিকারিককেই ছেড়ে কথা বলা হবে না। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছবে, তা কেন্দ্রকে স্পষ্ট করে জানানোর নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফে।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, ৪৮০ মেট্রিকটন অক্সিজেন না পেলে রাজধানীর চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে। সেই কথা মতোন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৪৮০ মেট্রিকটন অক্সিজেন সিলিন্ডার মিলবে। অথচ গতকাল দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আরও ছয়টি হাসপাতালে ঘাটতি রয়েছে অক্সিজেনের। কাজেই, কবে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পাবে দিল্লি? এই নিয়েই ক্ষুব্ধ দিল্লি হাইকোর্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১১ আগস্ট

তীর্যক মন্তব্যের ভীড় নুসরতের কমেন্ট বক্সে

Nusrat jama masjid
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
১৩ মে

মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকেই সেজে উঠেছেন পরিণীতি

Parineeti wedding
২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
১৩ মার্চ

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Narendra Modi
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc