পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে, রবিবার জম্মুতে 'কার্গিল বিজয় দিবস' অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, "পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সংসদে যে প্রস্তাব পাশ হয়েছে, তাতে আমরা বদ্ধপরিকর। এটি সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বাবা অমরনাথ (ভগবান শিবের রূপ) ভারতে এবং মা শারদার শক্তিকে আমরা কিভাবে দেশের বাইরে রাখতে পারি!" উল্লেখ্য, দেবী সরস্বতীর একটি পীঠকেই তিনি শারদা বলে উল্লেখ করেছেন
আজকের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী এবং সশস্ত্র বাহিনীর কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "যদি কেউ আমাদের দেশের উপর কুচোখে তাকায় তবে তাকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখে ভারত। ভারতকে আরও আরও বলশালী হিসেবে গড়ে তুললেই তা আমাদের বীর শহীদদের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি হবে।"
এদিন প্রতিরক্ষামন্ত্রীর মুখে শোনা যায়, "৩৭০ ধারা বাতিল জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য আশার এক নতুন ভোর নিয়ে এসেছে। কার্গিল বিজয় দিবস উদযাপনের জন্য জম্মু ও কাশ্মীর পিপলস ফোরামের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের নিরাপত্তা বাহিনী জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে প্রতিদিন।" তাঁর সংযোজন, "কার্গিল যুদ্ধ প্রতিরক্ষা খাতে যৌথতা ও আত্মনির্ভরতা অর্জনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। কমান্ড স্থাপন এবং প্রতিরক্ষায় আত্মনির্ভরতা অর্জনের জন্য সেই লক্ষেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।" তিনি এও বলেন ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করা হয়েছে।
এদিন ভারত-পাকিস্তান যুদ্ধের সময় নিহত ভারতীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমানের সাহসিকতার প্রশংসা করে রাজনাথ সিং বলেন, "ব্রিগেডিয়ার উসমান ১৯৪৭-৪৮ সালের যুদ্ধের সময় অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ব্রিগেডিয়ার উসমান চাইলে পাকিস্তানে চলে যেতে পারতেন। তবে তিনি ভারতমাতার সেবায় নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তাকে স্যালুট জানাই।" গর্বের সঙ্গে রাজনাথ বলেন, "আমরা এখন সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি।"
ইতিহাস ঘেঁটে তিনি জানান, "১৯৬২ সালে চীন ভারতের ওপর হামলা চালায়। আমরা সেইসময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্য পরাজয়ের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু আমাদের সেনাবাহিনী অপরিসীম সাহস ও বীরত্ব প্রদর্শন করেছির। মেজর শয়তান সিং-এর সাহসিকতার কথা আমরা সকলেই জানি।" এদিন কথাপ্রসঙ্গে রাজনাথ সিং জানান, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায়। অচিরেই যে তিনি পাকিস্তান চীনের কথা বলেছেন তা বলাই বাহুল্য। বিজেপি নেতা আরও বলেন, "তবে এখন কেউ আমাদের ভূখণ্ড দখল করার সাহস করতে পারে না।"