তামিলনাড়ু, অসম ও মধ্যপ্রদেশ ইতিমধ্যেই ঘোষণা করেছে৷ এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন বিনামূল্যেই পাবেন কেরালাবাসী৷ শনিবার সরকারের এই সিদ্ধান্তের কথা রাজ্যবাসীকে জানান তিনি৷
কেরালা রাজ্যে কোভিড সংক্রমণের হার যথেষ্ট কম৷ এমনকি সেখানে মৃত্যুহারও জাতীয় গড়ের নিচে৷ করোনায় জাতীয় গড় মৃত্যুহার যেখানে ১.৩ শতাংশ, সেখানে কেরালায় এই হার মাত্র ০.৫ শতাংশ৷ শুধু তাই নয়, করোনা অতিমারি মোকাবিলার ক্ষেত্রে গোটা দেশের মধ্যে কেরালা অনেক দিন আগেই উদাহরণ তৈরি করেছে৷ মাঝে ওনাম উৎসবের পর আচমকা সংক্রমণের হার বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছিল৷ বর্তমানে সে পরিস্থিতিও নিয়ন্ত্রণে এনে ফেলেছে কেরালার স্বাস্থ্য বিভাগ৷
বর্তমানে কেরালায় পঞ্চায়েত নির্বাচন চলছে৷ দু’দফা ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে৷ সংক্রমণের কমতে থাকা হার ভোটের কারণে যাতে বেড়ে না যায়, মুখ্যমন্ত্রী বিজয়ন সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন৷ সবাইকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ যথাসাধ্য মেনে চলার জন্য অনুরোধ করেছেন তিনি৷