চারগুন টাকা দাবি! এই অভিযোগে ৯৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করল যাত্রী। ২০২১ সালের অক্টোবরে স্ত্রী, সহকারীকে নিয়ে একটি ওলা ক্যাবে ওঠেন জাবেজ স্যামুয়েল। অভিযোগ, ক্যাবটি নোংরা ছিল। চালক চারগুন টাকা দাবি করে বসেন। এবং অযাচিত ঘুরিয়ে গন্তব্যস্থানে পৌঁছায়।
স্যামুয়েল জানান, যেখানে যেতে ২০০ টাকা লাগে সেখানে ৮০০ বিল করেছেন ক্যাবচালক। যেহেতু তিনি ক্যাশে পেমেন্ট করেননি তাই গোটা টাকাটা কেটে নেওয়া হয়। এসি চালাতে অনুরোধ করা হলেও তিনি করেননি এবং অভদ্র আচরণ করেছেন। ৪ কিলোমিটার অতিরিক্ত ঘুরিয়ে তাদের অকুস্থলে পৌঁছাতে হয়।
স্বভাবতই গোটা বিষয়টিতে ক্ষুব্ধ স্যামুয়েল। অতিরিক্ত খরচের বিষয়টি নিয়ে তিনি ওলার হেডঅফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্টে ওরার তরফ থেকে ফোন করে তাকে চার্জ মেটাতে বলা হচ্ছে।