গত ১০ তারিখে দিল্লিতে নিজ বাস ভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সাথে সাথে তাঁকে চিকিৎসার জন্য দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে করোনা পরীক্ষাও করা হয় এবং তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। নিজের করোনা আক্রান্তের খবর নিজেই টুইট করেন প্রাক্তন রাষ্ট্রপতি। টুইটে তিনি বলেন, "অন্য চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি, সেল্ফ আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।"
সোমবার রাতেই প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রপ্রচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মঙ্গলবার দিল্লির সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং তা আরো উদ্বেগজনক হচ্ছে। তাঁর চিকিৎসকেরা আরো জানান তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তবে তিনি ছাড়া তার পরিবারের সকলের কোভিড পরীক্ষা করানো হলে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এই পরিস্থিতিতে গত মঙ্গলবার ১২ তারিখ, প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এক টুইটে লেখেন, "গত বছর ৮ই অগাস্ট ছিল আমার জীবনের অন্যতম খুশির দিন। কারণ, আমার বাবা ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। ঠিক এক বছর পর, গত ১০ই অগাস্ট তিনি গুরুতর অসুস্থ হন। আশা করি ঈশ্বর সেটাই করবেন, যেটা তাঁর জন্য সবচেয়ে ভাল। ঈশ্বর আমাকে শক্তি দিন যাতে আনন্দ ও দুঃখ দুটিই সমান ভাবে গ্রহণ করতে পারি। এই সময়ে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদেরকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।"
প্রসঙ্গত, গত বছরই ২০১৯ সালের ৮ই অগাস্ট বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রহণ করেছিলেন প্রণব বাবু। এই বছর ১০ই অগাস্টে তার অসুস্থতার খবর পেয়ে গোটা দেশের একটাই প্রার্থনা, প্রণব মুখোপাধ্যায় দ্রুত আরোগ্য লাভ করুন। অবশ্য বুধবার সন্ধেয় প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে জানান, ''আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবা এখন 'haemodynamically stable'। সকলের কাছে অনুরোধ, বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করুন।''