পুজোর আগেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ছিলই। তাই এখনও রাজ্যে চলছে বিধিনিষেধ। চলছে না লোকাল ট্রেন এবং বন্ধ স্কুল-কলেজ। তবে এত কিছুর পরেও উদ্বেগ বাড়িয়ে তুলছে রাজ্যের কয়েকটি জেলার দৈনিক সংক্রমণের সংখ্যা। মঙ্গলবার রাজ্যে স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৭০৬ জন। শহর কলকাতায় একদিনে আক্রান্ত ১২৭ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় ১৩৮ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৫৬।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০৭। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১২৭ জন।