এতদিন ধরে শুধু মাত্র খাতায়-কলমে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউয়ের আলোচনা করা হচ্ছিল। অনেকেই মনে করেছিলেন আগে দুটি ঢেউয়ের থেকে তৃতীয় ঢেউ অনেকটা কম কার্যকরী হবে। কিন্তু তাদের এই সমস্ত ধারণা কে সম্পূর্ণরূপে পাল্টে দিয়ে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ নিয়ে বিস্ফোরক মন্তব্য করল ভারতীয় চিকিৎসকদের শীর্ষস্থানীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা সরাসরি জানিয়ে দেয়, করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আসলে পড়তে চলেছে এবং এটি বেশ ভালো পরিমাণে ক্ষতি ডেকে আনবমন। এছাড়াও এই সংগঠন কেন্দ্র এবং রাজ্যের আবেদন জানিয়েছে যেন করোনাভাইরাস এর সচেতনতার ক্ষেত্রে কোন রকম ভুল তথ্য আটকে দেওয়া হয় এবং সমস্ত বিধি নিষেধ পালন করার জন্য যেন কোন রকম ঢিলেমি না হয়।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সেটা ভারতের পক্ষে অত্যন্ত দুঃখের একটি বিষয় হবে। একটি বিজ্ঞপ্তি বেশ করে আইএমএ জানিয়েছে, " বিশ্বের অতিমারীর ইতিহাস সাক্ষী রয়েছে যেখানে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ অত্যন্ত একেবারেই অবশ্যম্ভাবী এবং। ভারতের সাধারণ জনগণ এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অত্যন্ত ঢিলেঢালাভাবে নিয়ম কারণ পালন করছেন। এছাড়াও, বেশ কিছু জায়গায় সাধারণমানুষ মাস্ক না পরেই জমায়েত করতে শুরু করেছে। তীর্থযাত্রা থেকে শুরু করে সমস্ত কিছুই প্রয়োজনীয়। তবে তার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে।