ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির (Price Hike) প্রতিবাদে ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারতজুড়ে এক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের (Congress) তরফে। এর আগে আজ রবিবার রাজধানীর অলিন্দে একটি 'হল্লা বোল' কর্মসূচী পালন করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলহট সহ একাধিক কংগ্রেসী নেতারা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "কেন্দ্রে বিজেপি ক্ষমতা আসার পর থেকেই দেশে ঘৃণা ও ক্রোধ বেড়েই চলেছে। ভয়ের একটি রূপ হল ঘৃণা। যাঁদের মনে ভয় তৈরি হয় তাঁদেরই ঘৃণা তৈরি হয়। ভারতে ভয় বেড়েই চলেছে। ভবিষ্যতের ভয়, মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে ভয় বেড়েই চলেছে। এই কারণেই ভারতে ঘৃণা বাড়ছে। এই ঘৃণার কারণে দেশ আরও দুর্বল হয়ে যায়।"
বিজেপি-আরএসএসকে তোপ দেগে রাহুল বলেন, "বিজেপি ও আরএসএস নেতারা দেশকে ভেঙে দেয়। এবং জেনে শুনে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে। মানুষকে ভয় দেখায় এবং ঘৃণা তৈরি করে মানুষের মনে। এই ভয় ও ঘৃণার সুবিধা ভারতের দুই ব্যক্তি নিচ্ছেন। এয়ারপোর্ট, পোর্ট, সড়ক, ফোন, তেল- সবকিছু এই দুই ব্যক্তির কাছেই যাচ্ছে।" রাহুল প্রশ্ন তোলেন, "নরেন্দ্র মোদী নোটবন্দী করেছিলেন। তাতে কি গরিবদের কোনও সুবিধা হয়েছিল? গরিবদের পকেট থেকে পয়সা গিয়েছিল। তাঁদের বলা হয়েছিল, কালো টাকার বিরুদ্ধে লড়াই।"
বেকারত্বের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, "এখন চাইলেও ভারতের যুবদের কর্মসংস্থান দিতে পারবে না এই দেশ। এই দুই উদ্যোগপতি দেশকে রোজগার দেয় না। দেশে রোজগার তৈরি করে ছোটো ও মাঝারি ব্যবসায়ী ও কৃষকরা। কিন্তু তাঁদের মেরুদন্ড নরেন্দ্র মোদীজি ভেঙে দিয়েছেন। তাই তাঁরা এখন আর দেশে রোজগার তৈরি করতে পারবেন না। এই বেকারত্ব কিন্তু আগামী দিনে আরও বাড়বে।"
মূল্যবৃদ্ধির ফিরিস্তি দিয়ে রাহুল বলেন, "একদিকে বেকারত্ব, অন্যদিকে মূল্যবৃদ্ধি। ২০১৪ সালে এলপিজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা ছিল। এখন তা ১০৫০ টাকা। পেট্রল তখন ৭০ টাকা লিটার, এখন যা ১০০ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম তখন ছিল ৫৫ টাকা প্রতি লিটার। এখন তা হয়েছে ৯০ টাকা প্রতি লিটার। সর্ষের তেলের প্রতি লিটারের দাম ছিল ৯০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ২০০ টাকা প্রতি লিটার।" তিনি জানান, "ভারত রকম মূল্যবৃদ্ধি এর আগে কোনওদিন দেখেনি। কংগ্রেসের ৭০ বছরে আমরা দেশে কোনও মূল্যবৃদ্ধি হতে দিইনি।"
ইডি-সিবিআইয়ের তলব প্রসঙ্গে রাহুল গান্ধী উবাচ, "যাঁরাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করতে চান তাঁদের বিরুদ্ধে ইডি, সিবিআই, আয়কর দফতরের অভিযান চালানো হয়। আমাকে ইডির দফতরে ৫৫ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। তবে আমি নরেন্দ্র মোদীজিকে বলতে চাই, আমি আপনার ইডিকে ভয় পাই না।" তিনি আরও বলেন, "সংসদে আমরা কিছু বলতে পারি না। আমাদের কাছে তাই একটাই রাস্তা আম জনতার কাছে গিয়ে দেশের সত্যিটা তুলে ধরা। তাই এই যাত্রার আয়োজন করা হয়েছে।" রাহুল গান্ধী জানান, কংগ্রেস পার্টির কার্যকর্তারাই এই দেশকে বাঁচাতে পারে, দেশকে প্রগতির পথে নিয়ে আসতে পারে।