রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংকটের মধ্যেই দেশে বাড়ল বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম। আজ ১ মার্চ থেকেই বাণিজ্যিক গ্যাসের নতুন মূল্যবিধি প্রকাশ করল উৎপাদনকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, আজ থেকে বাণিজ্যিক গ্যাসের দাম অন্তত ১০৫ টাকা বাড়তে চলেছে। জ্বালানির দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সম্ভাবনা।
সূত্রের খবর, ১ মার্চ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৯০৭ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০১২ টাকা। কলকাতায় আজ বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২০৯৫ টাকা। মুম্বইতে নতুন বাণিজ্যিক গ্যাসের মূল্য ১৮৫৭ টাকা থেকে বেড়ে হল ১৯৬৩ টাকা। চেন্নাইতেও বাড়ল অনেকটাই বাণিজ্যিক গ্যাসের দাম।
এমন মূল্যবৃদ্ধির কারণ কী? রাশিয়া ইউক্রেন সংকটের মধ্যেই বেড়েছে জ্বালানির মূল্য। তার খেসারত চোকাতে হবে আমজনতাকে। উল্লেখ্য, গত বছরে পরপর বেশ কয়েকবার গ্যাসের দাম বেড়েছে আকাশছোঁয়া। যার জেরে আমজনতার নাভিশ্বাস অবস্থা। কারণ গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য দ্রব্যের দাম বাড়তে শুরু করে। তবে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বেসামাল সাধারণ মানুষ।
এদিকে সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন শেষ হয়ে আসছে। আর তারপরেই নাকি রান্নার গ্যাসের দাম একসঙ্গে সিলিন্ডার প্রতি ১০০ থেকে ২০০ টাকা বাড়তে পারে।