দেশজুড়ে চলছে স্কুল খোলার প্রস্তুতি। কেন্দ্র থেকে রাজ্যগুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে। তারই মধ্যে ICMR-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব দাবি করলেন শিশুরাই করোনার সুপার স্প্রেডার। আর ICMR-এর এই বয়ানের পরে স্কুল খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা ভাবছে অনেক রাজ্যই।
করোনা প্রকোপ শুরুর সময় মনে করা হচ্ছিলো শিশুরা বাকিদের তুলনায় নিরাপদ। কিন্তু মিজোরামের উদাহরণ টেনে ICMR দাবি করছে শিশুরা নিরাপদ নয়। উল্টে তারা ব্যাপক হারে সংক্রমণ ছড়াতে সক্ষম বলে জানাচ্ছে ICMR। মিজোরামের পাশাপাশি আমেরিকার উদাহরণও ভাবাচ্ছে সকলকে। আমেরিকাতে স্কুল খোলার দু সপ্তাহের মধ্যেই লক্ষাধিক শিশু করোনা আক্রান্ত হয়। আবার বিশাখাপত্তনমের ঘটনাও চিন্তায় রাখছে রাজ্যগুলিকে। ওখানে স্কুল খোলার পরেই একই ক্লাসের ৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে। এইসকল ঘটনা এবং ICMR এর দাবি স্কুল খোলার আগে রাজ্যগুলিকে আরেকবার ভাবার জন্য বাধ্য করছে।