সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ছত্রিশগড়ের (Chhattisgarh) সুরাজপুর জেলার কালেক্টর রণবীর শর্মা এক ব্যক্তিকে লকডাউনে বেরোনোর জন্য চড় মারছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা দাবানলের মত ছড়িয়ে যায়। এমনকি এই ভিডিও গিয়ে পৌঁছায় ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) কাছে। জানা গিয়েছে রণবীর শর্মা যে ব্যক্তিকে চড় মেরেছেন সে লকডাউনের সময় বাধ্য হয়ে বাড়ি থেকে কিছু ওষুধ কেনার জন্য বেরিয়েছিলেন। এরপরই তার প্রতি এমন অমানবিক ব্যবহার করার প্রতিবাদ করেছে নেটিজেনরা। ভিডিও ভাইরাল হতে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ওই IAS অফিসারকে পদ থেকে বহিষ্কার করেছেন। ওই জায়গায় এখন নতুন কালেক্টর হয়েছেন গৌরব কুমার।
রণবীর শর্মার এমন ব্যবহারের তীব্র নিন্দা করেছেন অন্যান্য IAS অফিসাররা। অনেকেই বলেছেন ওই IAS অফিসারের ব্যবহার এরকম হওয়া উচিত নয়। আমাদের কাজ মানুষকে ভালো রাখা। লকডাউন নিয়ম যাতে মানুষ মেনে চলে তার জন্য কঠোর হওয়ার দরকার হলেও নির্মম হওয়ার কোন দরকার নেই। করোনার মতো কঠিন পরিস্থিতির মাঝে কোন মানুষকে এমন অমানবিক অত্যাচার কখনোই মেনে নেওয়া যায় না।
দেখে নিন সেই ভিডিওঃ