১ নভেম্বর, নতুন মাসের শুরুতেই একাধিক নিয়ম বদল ঘটতে চলেছে দৈনন্দিন জীবনে। টাকা তোলা, গ্যাস বুকিং, ট্রেনের সূচি সবেতেই নতুন নিয়ম লাগু হচ্ছে আগামীকাল থেকে।
-
ওটিপি ছাড়া মিলবে না গ্যাস সিলিন্ডার: গ্যাস বুকিংয়ের পর গ্রাহকের ফোনে আসবে একটি ওটিপি। সেই ওটিপি না দেখালে মিলবে না সিলিন্ডার। প্রাথমিকভাবে কয়েকটি শহরে চালু হবে এই পরিসেবা।
-
বদলে যাচ্ছে ইন্ডেন সংস্থার বুকিং নম্বর: সিলিন্ডার বুকিংয়ের জন্য নতুন নম্বর চালু করলো ইন্ডেন। ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে বুকিং করা যাবে। যদিও গ্রাহকদের সুবিধার্থে পুরোনো নম্বরটি চালু থাকবে কয়েকদিন।
-
সিলিন্ডারের দাম পরিবর্তন: পয়লা নভেম্বর দাম পরিবর্তন হবে এলপিজি সিলিন্ডারের।
-
ট্রেনের সূচি পরিবর্তন: ১ নভেম্বর থেকেই বদলে যাচ্ছে সারা দেশের ট্রেনের সূচি।
-
ব্যাঙ্কে নিয়ম বদল: ব্যাঙ্ক অফ বরোদায় টাকা তোলা এবং জমা দেওয়ার জন্য বাড়তি চার্জ গুনতে হবে গ্রাহকদের। নির্ধারিত সীমার থেকে বেশিবার টাকা তুলতে আগের থেকে বেশি চার্জ দিতে হবে গ্রাহকদের। কালই চালু হচ্ছে সেই নিয়মও।