কিছুদিন আগেই সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যে ভারত সরকারের নয়া ডিজিটাল আইন (New IT Rule, 2021) না মানলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার ব্যান হয়ে যেতে পারে। তারপর সময়সীমা শেষ হওয়ার শেষ মুহূর্তে ফেসবুক কর্তৃপক্ষ ভারত সরকারের আইন মেনে চলার ঘোষণা করে। তবে টুইটার (Twitter) এখনও অব্দি অফিশিয়ালি তাদের সিদ্ধান্ত ঘোষণা করেনি। তাই নয় ডিজিটাল আইন মানতে এবার শেষবারের মতো টুইটারকে নোটিশ দিল কেন্দ্র। যদি সংস্থা না মানতে চায় তাহলে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। আজ অর্থাৎ শনিবার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাইবার আইন বিভাগে গ্রুপ কো-অর্ডিনেটর রাকেশ মাহেশ্বরী ভারতের ডেপুটি জেনারেল কাউন্সিল জিম বেকারকে চিঠি দিয়েছেন।
জানা গিয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বারবার মন্ত্রকের চিঠি সত্বেও নয়া নীতি না মানার নেপথ্যের সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা দিতে হবে টুইটারকে। অন্যদিকে টুইটার দাবি করেছে যে নয়া ডিজিটাল আইনে ভারতে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এই প্রসঙ্গে বর্তমানে কেন্দ্রীয় টুইটার সংঘাত চরমে উঠেছে। তবে এই দ্বন্দের মাঝেই টুইটারকে সতর্ক করে কেন্দ্র স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, বাকিদের মতো টুইটারকেও মেনে চলতে হবে নতুন ডিজিটাল নির্দেশিকা। না কার্যকর করলে নয়া আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে সংস্থার বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ফেসবুক, গুগল, ইউটিউব সহ একাধিক সোশ্যাল মিডিয়া ভারত সরকারের নয়া নির্দেশিকা মেনে নিয়েছে।