এতদিন অস্বীকার করার পর অবশেষে দেশের কিছু প্রদেশে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে স্বীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আসলে করোনার ক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণ হলে মহামারীর আশঙ্কা দেখা যায়। আর গোষ্ঠী সংক্রমণ হয়েছে বললে মহামারী পরিস্থিতির মতো দেশ চালাতে হবে। তাই যেন এতদিন গোষ্ঠী সংক্রমণের প্রসঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করেছে সরকার।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
কিন্তু কেরল পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যে গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করেছেন নানা সময়ে। আর তার প্রেক্ষিতেই নিজের সাপ্তাহিক সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান “সানডে নিউজ"-এ দেশে গোষ্ঠী সংক্রমণের কথা মেনে নিলেন হর্ষবর্ধন। বললেন, বিভিন্ন রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সারাদেশে গোষ্ঠী সংক্রমণ হয়েছে তেমন নয়।