উত্তরপ্রদেশের হাথরাসে নারকীয় ধর্ষণ ও হত্যাকান্ডের পর প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ। এবার সেই মামলার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই।
চার্জশিটে নির্যাতিতার গণধর্ষিতা হয়ে মৃত্যুর ঘটনাকে মান্যতা দেওয়া হয়েছে। অভিযুক্ত চার যুবকের আইনজীবি মুন্না সিং পুন্দির জানিয়েছেন, বিশেষ এসসি - এসটি আদালতে পেশ করা এই চার্জশিটে চারজনকেই বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে সূত্রের খবর, মৃতা দলিত কন্যার ভাইকে মনস্তাত্ত্বিক পরীক্ষা বা সাইকোলজিকাল অ্যানালিসিস -এর জন্য খুব শীঘ্রই নিয়ে যাওয়া হবে গুজরাটে।
যোগী আদিত্যনাথের রাজ্যে এই নারকীয় ধর্ষণ ও হত্যাকান্ডের পর রাতের অন্ধকারে কার্যত চুপিসারে মৃতার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। তারপরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশের মানুষ। এই ঘটনার প্রেক্ষিতে এই দ্রুত চার্জশিটকে একটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।