এবার একটি মামলা দায়ের করা হলো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বিরুদ্ধে। পুলিশ ১০০০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। এই মামলায় অন্তর্ভুক্ত আছে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম। বৃহস্পতিবার কেরালার Thekkinkadu ময়দানে তারা একসাথে মিলিত হয়ে একটি সভা করেছিল। জানা যাচ্ছে সেই সভাতে সম্পূর্ণরূপে করোনাভাইরাস এর বিধি অমান্য করা হয়েছে। এই কারণে কভিড - ১৯ বিধি অমান্য করা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই মামলা দায়ের করা হয়েছিল করোনাভাইরাস বিধি না মানার কারণে। অন্যদিকে বিজেপির দাবি, পুলিশের সম্পূর্ণ ভূমিকা ছিল পক্ষপাতী এবং রাজনৈতিক মদতে মাধ্যমে এই মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে কেরলের বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, বিজেপি কর্মীরা সবাই স্যানিটাইজার ব্যবহার করে ময়দানে ঢুকেছিলেন। পাশাপাশি তাদের সবার মুখে মাস্ক ছিল। এবং তারা সবাই যথেষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, পুলিশের যদি রিপোর্ট দেয়ার করতেই হয় তাহলে সবার আগে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর বিরুদ্ধে করুন। যেখানে ২০০ জনের একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেখানে পিনরায় বিজয়নের জনসভায় একসাথে ১,০০০ জন লোক জড়ো হচ্ছেন। তিনি আরো দাবি করেছেন সরকারের তরফেও কিন্তু করোনাভাইরাস বিধি মানা হচ্ছে না।