সারা দেশে একইসঙ্গে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন৷ এই ‘এক দেশ এক নির্বাচন’ নীতির দেশজোড়া প্রচার চালাতে এবার উদ্যোগ নিচ্ছে বিজেপি৷
ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক দেশ এক নির্বাচন’ নীতি চালু করার চেষ্টা চালাচ্ছেন৷ বিজেপি–র তাবড় নেতাদেরও মাঝে মাঝেই এই নীতির পক্ষে সওয়াল করতে দেখা যায়৷ কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব সহ দেশের বহু বিশিষ্ট মানুষ এর বিপক্ষে৷ তাঁদের মতে, এতে গোটা দেশ জুড়ে বিজয়ী রাজনৈতিক দলটির নিয়ন্ত্রণ কায়েম হবে৷ এই পদ্ধতিতে খরচ হবে বিপুল৷ ভারতের যে বহুত্ববাদী বৈশিষ্ট্য রয়েছে, এই নীতিতে তা বিঘ্নিত হবে৷ এমনকী এই নীতি চালু করতে হলে সংবিধানও সংশোধন করতে হবে বলে মনে করছেন তাঁরা৷
এবার নিজেদের পছন্দের এই নির্বাচন–ব্যবস্থা সম্পর্কে জনমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিজেপি৷ খুব শিগগিরই তারা এ বিষয়ে ২৫টি ওয়েবিনার করার সিদ্ধান্ত নিয়েছে৷ অনলাইন এই আলোচনাসভাগুলিতে বিজেপির শীর্ষ নেতারা তো থাকবেনই, থাকবেন এই নীতির সমর্থক শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞরাও৷ গত মাসেই আরও একবার ‘এক দেশ এক নির্বাচন’–এর প্রসঙ্গটি তোলেন মোদি৷ গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জানান, আইন তৈরি হলে ‘এক দেশ এক নির্বাচন’–এর পথে হাঁটতে কমিশনের কোনও অসুবিধা নেই৷ এই অবস্থায় বিরোধী মত ছাপিয়ে নিজেদের কণ্ঠস্বর দেশবাসীকে শোনাতে ব্যাপক প্রচারের আয়োজন করতে চলেছে বিজেপি৷