গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল। ঘুষ খাওয়ার অভিযোগ ছিল অনেক দিন আগে থেকেই। তল্লাশি অভিযান করতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ ভিজিল্যান্স কর্তাদের। ঘরে সর্বত্র কেবল টাকা আর টাকা। বিছানার নীচে টাকা, তোষকের নীচে টাকা, গদির নীচে টাকা। গুনতে গুনতে হয়রান। তা-ও মেলেনি হিসেব। ঠিক কত টাকা উদ্ধার হয়েছে স্পষ্ট করে বলা সম্ভব হয়নি।
ঘটনাটি বিহারের (Bihar) পাটনার। শনিবার এমন তল্লাশি অভিযানে কাড়ি কাড়ি টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এক ভিডিও-তে দেখা গিয়েছে, ভিজিল্যান্স কর্তারা টাকা গুনতে গুনতে হয়রান। ঘাম মুছছেন, তা-ও টাকা গোনায় নিস্তার নেই। পাটনার ড্রাগস ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায় বাড়ির যত্রতত্র টাকা ছড়ানো। রাশি রাশি নগদ অর্থ ঘরের যেখানে সেখানে ছড়িয়ে।
কেবল কি অর্থ? সঙ্গে বিপুল সম্পত্তির কাগজপত্র, সোনার গহনা বাজেয়াপ্ত হয়েছে। মিলেছে ১০০ টাকা কিংবা ২০০০ টাকার নোটের বান্ডিল। খাট জুড়ে কেবল টাকা আর টাকা। ইতিমধ্যেই এই ড্রাগস ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। এত বিপুল বেআইনি সম্পত্তির হদিশ পাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।