বিরোধীদের নানান কটাক্ষ ও গুঞ্জনের মাঝেই বজায় থাকল বিজেপি শাসিত অসমের সরকারি মাদ্রাসা তুলে দিয়ে সাধারণ স্কুলেই সকলের পঠনপাঠনের জন্য আনা প্রস্তাব। গতদিন এই বিল বিধানসভায় পাশ হয় এবং এর ফলে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিকে উচ্চ প্রাথমিক, উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুলে পরিবর্তিত হবে।
এই বিল অনুযায়ী ১৯৯৫ এর অসম মাদ্রাসা শিক্ষা আইন যার মূল ভিত্তি হল প্রাদেশিকীকরণ ও ২০১৮-র মাদ্রাসা শিক্ষা আইন যাতে বলা আছে মূলত কর্মীদের চাকরির প্রাদেশিকীকরণ ও মাদ্রাসা শিক্ষার পুনঃপ্রতিষ্ঠা, এই দুই আইন বাতিল হতে চলেছে। এতে অসমস্থিত ৬১০ টি সরকারি মাদ্রাসা, সাধারণ স্কুলে রূপান্তরিত হবে, এমনটাই জানান অসম শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। আগামী ১লা এপ্রিল থেকে কার্যকর হওয়া এই বিলে বেসরকারি মাদ্রাসার অন্তর্ভুক্তি হয়নি। সরকারি অর্থে কোনো ধর্মভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান চালানো হবেনা এবং সংখ্যালঘু সম্প্রদায় এই সিদ্ধান্তের জন্য আগামী দিনে উপকৃত হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর। কংগ্রেস ও এআইইউডিএফ এর তীব্র প্রতিবাদ করলেও তা কাজে আসেনি।