২৩ এপ্রিল, ২০২৪
দেশ

Assam flood: আসামের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, মৃতের সংখ্যা ১০০ পার, ত্রাণ নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রের তরফে সব ধরণের সাহায্যের আশ্বাস, ৪৫ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
Assam flood 2022 Bengali News
https://twitter.com/LicypriyaK
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২২
শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ৯:২২

আসামের (Assam) বন্যা পরিস্থিতি ভয়াবহ। কয়েকটি জেলায় কিছুটা উন্নতি হলেও এখনও জলের তলায় অসংখ্য জেলা। গত ২৪ ঘন্টায় দু'জন শিশু-সহ ৭ জন প্রাণ হারিয়েছেন। সরকারিভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০৭। এরমধ্যে ভূমিধসে মারা গিয়েছেন ১৭ জন। কাছাড়, ধুবরি, বাজলি, তামূলপুর জেলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। ৪,৫৩৬ টির বেশি গ্রাম এখনও জলের তলায়।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বড়পেটা জেলা। সাড়ে দশ লক্ষের বেশি মানুষ গৃহহীন।

Assam flood 2 Bengali News
twitter.com/himantabiswa

গোটা রাজ্যের ৩০ জেলার ৪৫ লক্ষের বেশি মানুষ বন্যা-দুর্গত। তবে কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ৭৫৯ টি ত্রাণ কেন্দ্রে ২ লক্ষ ৮৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ব্রহ্মপুত্র, ডিসাং, কপিলির জল বিপদসীমার উপরে প্রবাহিত। ধুবরি, শিবসাগর, নগাঁও জেলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এমন পরিস্থিতিতে ত্রাণ কেন্দ্রগুলিতে শিশুদের প্রাক্-প্রাথমিক কার্যকলাপ চালু রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গোটা বিষয়টির খোঁজ রেখেছেন। কেন্দ্রের তরফে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। উদ্ধার কার্যে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নেমেছে সেনাবাহিনীর জওয়ানরাও। প্রধানমন্ত্রী বলেছেন, "বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী ও এনডিআরএফের দল রয়েছে। তাঁরা উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। উদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে বিমান বাহিনী ২৫০ টিরও বেশি উড়োজাহাজ পরিচালনা করছে।"

বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "গত কয়েকদিন ধরে আসামের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার আসামের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।"

এর মধ্যেই আসাম ও মেঘালয়ের বন্যা ও ধস নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠালেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি লিখেছেন, "অতিরিক্ত বৃষ্টি ও ধসের কারণে মেঘালয় ও আসামের যে ক্ষতি হয়েছে, যত প্রাণহানির ঘটনা ঘটেছে, মানুষ গৃহহীন হয়েছেন, তার জন্য জাপান সরকার ও জাপানের মানুষের তরফে আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। জাপান ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য সাধ্যমতো সাহায্যের হাত বাড়াবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
২৭ আগস্ট

ফুলের তোড়া এবং অসমের বিখ্যাত গামছা এবং জাপি দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে

Srabanti silchar
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
১৩ মার্চ

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Narendra Modi
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
২৭ নভেম্বর

"এনারা নাকি বিজেপির মুখ!" কটাক্ষ কুণাল ঘোষের

Narendra Modi
২৩ নভেম্বর

শপথ গ্রহণ পর্ব মিটতেই সস্ত্রীক রাজ্যপাল রেড রোডে গিয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন

CV Ananda bose