বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ 'বুরেভি' ঘুর্ণিঝড়ে পরিণত হয়ে কেরলের স্থলভাগে আছড়ে পড়তে চলেছে, সতর্কতা জারি করল দিল্লীর আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ ঘুর্ণিঝড় 'বুরেভি' শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছবে । বৃহস্পতিবার দুপুরে কন্যাকুমারীতে আছড়ে পড়বে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্ধার কাজের জন্য নৌবাহিনীকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। হেলিকপ্টার, নৌকাও তৈরি রাখা হয়েছে। এছাড়াও তিনি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
