এবারে মধ্যবিত্তদের জন্য আবার একটি খারাপ খবর নিয়ে এলো ভারত সরকার। ভারত সরকার এবারে স্বল্প সঞ্চয়ে সুদের পরিমাণ বেশ কিছুটা কমিয়ে দিল। সঞ্চিত টাকা থেকে সুদ বাবদ এর পরিমাণ অনেকটা কমে গেল এবার থেকে। ফলে এই একটি সিদ্ধান্তের ফলে বেশ কিছুটা সমস্যায় পড়ল মধ্যবিত্ত এবং পেনশনভোগীরা। বুধবার রাত্রে একটি টুইট বার্তায় এই নতুন রিপোর্ট আমাদের সামনে এসেছে।
কোন জায়গায় ছিল কত সুদ আর হল কত -
সেভিং ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩.৫ শতাংশে নিয়ে আসা হয়েছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এই সুদ ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এক মাসের মেয়াদী জমার ক্ষেত্রে সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমিয়ে ৪.৪ শতাংশে নিয়ে আসা হয়েছে। সিনিওর সিটিজেন সেভিংস স্কিম এর ক্ষেত্রে সুদের হার ৭.৪ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করে দেওয়া হয়েছে। সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার ৭.৬ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ নিয়ে আসা হয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর ক্ষেত্রে সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমিয়ে ৫.৯ শতাংশে নিয়ে আসা হয়েছে। কিষান বিকাশ পত্র সুদের হার ৬.৯ শতাংশ থেকে কমিয়ে ৬.২ শতাংশে নিয়ে আসা হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করছেন সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞরা সকলেই।