সন্ত্রাসী হামলায় অভিযুক্ত এক আল-কায়দা জঙ্গী জেলে বন্দী জীবনে করোনা অতিমারিতে জেলবন্দিদের পাশে থাকতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। কারণ বন্দিজীবনের আগে ছিলেন এমবিবিএস পাশ ডাক্তার, এমনকী ৭ বছর প্র্যাকটিসও করেছেন তিনি। আদালতে সেই মর্মে আর্জি জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে তিহার জেলে। করোনা পরিস্থিতিতে জেলের সহবন্দিদের চিকিৎসার কাজ করতে আবেদন জানিয়ে ইকোর্টের দ্বারস্থ হয়েছেন ২০০৭ সালের ৩০ জুন গ্লাসগো বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে জড়িত সাবিল আহমেদ। বুধবার দিল্লি হাইকোর্টের বিশেষ বিচারপতি ধর্মেন্দ্র রানার কাছে আবেদন জমা দিয়েছে এই আল-কায়দা জঙ্গী। তাঁর আইনজীবী এমএস খান জানিয়েছেন, তাঁর মক্কেল এমবিবিএস পাশ, এমনকি জটিল রোগের চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে। করোনা অতিমারিতে তাঁর সহবন্দিদের চিকিৎসার সুযোগ দেওয়া হোক।
উল্লেখ্য, করোনা অতিমারির প্রকোপ তিহার জেলের আছড়ে পড়েছে। এখনও পর্যন্ত ৩৭০-র বেশি বন্দি করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে জনা ছয়েক বন্দির। এমন অবস্থায় সহবন্দিদের পাশে থাকার আর্জি জানিয়েছেন এই অভিযুক্ত।