এয়ার ইন্ডিয়ার (Air India) আর্থিক দুরবস্থার জন্য কেন্দ্র সরকার (Central Government) যে এই সংস্থাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা স্থির করেছে তা প্রায় সকলেরই জানা আছে। কিন্তু এই পরিস্থিতিতে অর্থের যোগান করার জন্য এয়ার ইন্ডিয়া তাদের সম্পত্তি বিক্রির পথ বেছে নিয়েছে। বিভিন্ন ফ্ল্যাট, স্টাফ কোয়ার্টার, বিল্ডিং সহ একাধিক সম্পত্তি বিক্রি করতে চলেছে এয়ার ইন্ডিয়া। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি, বেঙ্গালুরু, ম্যাঙ্গালুরু, আহমেদাবাদ, নাসিক, নাগপুর ইত্যাদি জায়গায় অবস্থিত একাধিক সম্পত্তি বিক্রি হবে বলে জানা গিয়েছে। আগামী ৯ জুলাই এরমধ্যে অনলাইন মাধ্যমে নিলাম করে সমস্ত সম্পত্তি বিক্রি হবে। এই নিলামের মাধ্যমে এয়ার ইন্ডিয়া ২০০ থেকে ৩০০ কোটি টাকা পেতে পারে। সেই টাকা পেলে নগদ প্রবাহ কিছুটা বাড়বে সংস্থার।
অন্যদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরা জানিয়েছেন, "এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ হবে। আর যদি বিলগ্নীকরণ সম্ভব না হয় তাহলে বন্ধ করে দেওয়া হবে।" আসলে কয়েক বছর ধরে ঋণগ্রস্ত অবস্থায় চলছে এই উড়ান সংস্থা। প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে এই সংস্থার। চলতি বছরে বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফে ২২৬৮ কোটি টাকা এয়ার ইন্ডিয়াকে বরাদ্দ করা হয়েছিল আর্থিক কাঠামো পূনর্গঠনের জন্য। তবে কেন্দ্র সরকার ২০২২ সালের মধ্যে বেসরকারি সংস্থার কাছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেবে।