ষষ্ঠ বেতন কমিশন এবং আরও একাধিক বিষয় নিয়ে সোমবার থেকে ধর্মঘট এবং কর্মবিরতি পালন শুরু করলো দিল্লি AIIMS-এর নার্সরা। AIIMS কর্তৃপক্ষের তরফে এই করোনা পরিস্থিতির মধ্যে ধর্মঘট না করতে অনুরোধ জানানো হয়েছে নার্স ইউনিয়নকে। AIIMS-এর ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া এই প্রসঙ্গে বলেন, “নার্স ইউনিয়ন যে ২৩ দফা দাবি নিয়ে আন্দোলন করছে তার প্রায় অধিকাংশ বিষয়েই AIIMS এবং কেন্দ্রীয় সরকার ভাবছে। এখন এই প্যাণ্ডেমিক পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের মুখে যখন আর কিছুদিনের মধ্যে ভ্যাকসিন এসে যাওয়ার সম্ভাবনা তখন এই ধর্মঘট গোটা পরিস্থিতিতে প্রভাব ফেলবে।”
বেতন বৃদ্ধি এবং যাবতীয় বিষয়ে যখন উত্তাল AIIMS-এর নার্সরা তখনই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ধর্মঘট প্রত্যাহার করার হুঁশিয়ারি দেওয়া হলো। মন্ত্রকের তরফে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং আদালতের নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দ্রুত কাজে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। আন্দোলন দীর্ঘায়িত হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে মন্ত্রকের তরফে।