মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা মাত্রাছাড়া। মৃত্যুহারও নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় জেরবার মহারাষ্ট্র। পালঘরের পর এবার মহারাষ্ট্রের থানে এলাকার একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোররাতে আগুন লাগে। এই অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর অসুস্থ ২০ জন রোগীকে বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানান্তরিত করা হয়েছে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৩ টে ৪০ নাগাদ আগুন লাগে থানে জেলার প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন এবং ১ টি উদ্ধারকারী গাড়ি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে খবর। গভীর রাতে আগুন লাগায় হাসপাতালে ডাক্তার ও নার্স কম থাকায় রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগীদের উদ্ধার করে স্থানান্তরিত করার সময় ৪ জন মারা যায় বলে খবর। বেশ কয়েকজন আইসিইউতে ভর্তি। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ এবং থানে পুরসভা ঘটনার তদন্ত শুরু করেছে। ভান্ডুপ, পালঘরের পর থানের এই অগ্নিকান্ডের ঘটনায় হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।