ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে খুব একটা সুবিধা হয় নি। তাই এবারের মতো পাকিস্তান জঙ্গিদের কাজে লাগাতে চলেছে চীন। গত বেশ কয়েকদিন ধরে জম্মু সেক্টরে বারবার ড্রোন হানা হচ্ছে। তবে, এতকিছুর মধ্যেও বিহারের পূর্ব চম্পারন জেলায় কিন্তু নেপাল সীমান্তের কাছে এবার উদ্ধার হল আটটি ড্রোন। এবং সবকটি ড্রোন মেড ইন চায়না অর্থাৎ চীনের তৈরি। আর এই বিষয়টি বর্তমানে ভাবাচ্ছে ভারতীয় হাই কমান্ডকে। গোপন সূত্রে খবর পেয়ে সশস্ত্র সীমা বল বা এসএসবি সেখান থেকে তিনজন পাচারকারীকে ধরতে পেরেছে। ওই কয়েকজন চোরা পাচারকারী কিছু নিষিদ্ধ পণ্য নিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে চাইছিল নেপাল সীমান্ত দিয়ে।
ঠিক তখন এসএসবি জওয়ানরা টহলদারি বাড়িয়ে তাঁদের পাকড়াও করেন। নেপালের দিক থেকে একটি গাড়ি চলে আসছিল সরাসরি ভারতের দিকে। সেই গাড়ি থামিয়ে তল্লাশি করার সময় চীনের তৈরি ড্রোন উদ্ধার করে এসএসবি। তারপরে ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যদিও তারা কোন দেশের নাগরিক এখনো পর্যন্ত জানা যায় নি। এছাড়াও এই ড্রোন কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল সেই ব্যাপারে কোন তথ্য সংগ্রহ করতে পারেনি এসএসবি। তবে, বর্তমানে ওই তিনজনের জিজ্ঞাসাবাদ চলছে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুব শীঘ্রই মিলবে বলে আশা এসএসবির। প্রসঙ্গত, গত রবিবার জম্মু বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলা করা হয়েছিল। তদন্তকারীদের মতামত, এই ড্রোন হামলার সঙ্গে পাক জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈবার যোগাযোগ রয়েছে। তবে জানিয়ে রাখি, এই ড্রোন হামলা ছিল ভারতে জঙ্গিদের প্রথম ড্রোন হানা। তারপরে বুধবার ভোরে ভারত এবং নেপালের সীমান্তে উদ্ধার হওয়া ড্রোন। কোন বড় নাশকতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।