সাংসদ, সংসদের কর্মী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধি যারা বাদল অধিবেশনে থাকতে চান তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ১২ তারিখ। সোমবার তার রিপোর্ট এলো। মোট ৫৬ জন পজিটিভ। ফলে সামনের দিনগুলোয় অধিবেশন চালানো যাবে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমনিতেই এইবার বাদল অধিবেশনের দিন কমিয়ে আনা হয়েছে। এরপর করোনা কারণে আবার সেটা মুলতবি করতে হলে একটা বড়ো ধাক্কা হবে সেটা।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
জানা যাচ্ছে করোনা আক্রান্ত সাংসদদের মধ্যে অধিকাংশ জনই বিজেপির। করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর টুইট করে জানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি সহ অনেকে।