গতকাল শনিবার নিরাপত্তা কর্মীদের একাধিক বাহিনী দক্ষিণ বস্তারের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে। প্রায় ২ হাজার সেনা জওয়ান জঙ্গলের ভিতরে মাওবাদীদের সাথে মুখোমুখি গুলির লড়াইয়ে অবতীর্ণ হয়। ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে এই গুলির লড়াই চলে প্রায় বিকেল তিনটে পর্যন্ত। গতকাল মাওবাদীদের গুলিতে ৫ জন জওয়ানের মৃত্যুর খবর সামনে আসে এবং অনেকেই নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ জওয়ানদের তল্লাশি চালাতে গিয়ে আজ জানা গিয়েছে এখনও অব্দি ২২ জওয়ান প্রাণ হারিয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে অনেক মাওবাদী যদিও তাদের এখনো সঠিক সংখ্যা জানা যায়নি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘলের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্বন্ধে খোঁজ নিয়েছেন। এছাড়া সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল কুলদীপ সিংহকে ছত্রিশগড়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পাঠিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় টুইট করে লিখেছেন, "এই বীর জওয়ানদের বলিদান কখনো ভোলা যাবে না। আহতদের আমি দ্রুত আরোগ্য কামনা করি।"