বিহারের (Bihar) পশ্চিম চম্পারন (West Champaran) জেলায় কিছুদিনের মধ্যে বিষমদ পানের ফলে মৃত্যু হয়েছে লাগাতার। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বিষাক্ত মদ খাওয়ার জন্য ইতিমধ্যেই অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৫ জনকে আটক করেছে। এই প্রসঙ্গে পশ্চিম চম্পারনের জেলাশাসক কুন্দন কুমার বলেছেন, "আমরা খবর পেয়েছি যে গত ২-৩ দিনে প্রায় ১৬ জন রহস্যজনকভাবে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে ৮ জনের পরিবার মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করা শুরু করে দিয়েছে। তবে মৃতদের শেষকৃত্য হয়ে যাওয়ায় তাদের মৃত্যুর কারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ঘটনা খতিয়ে দেখার জন্য মেডিকেল দল নিয়োগ করা হয়েছে। অন্য কারোর শরীরে কোন উপসর্গ দেখা যাচ্ছে নাকি, তা নজর দেওয়া হবে।"
অন্যদিকে চম্পারনের ঘটনা প্রসঙ্গে এলাকার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল লালমোহন প্রসাদ বলেছেন, "তদন্তে নেমে পুলিশ ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। মৃতদের পরিবারের সাথে কথা বলা হয়েছে এবং তারা সকলেই মদ খাওয়ার বিষয় অস্বীকার করেছেন। যদিও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি মদ খেয়েছিলেন।" এই দুই ধরনের বয়ান পেয়ে রীতিমতো ধন্দে রয়েছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের নিতিশ কুমার সরকার ২০১৬ সালে গোটা রাজ্যে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞার পর কি করে রাজ্যে বিষ মদ পান করে মৃত্যু হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব।