আজ অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভূমিপুজো ও সুরাট মেট্রো রেল প্রকল্পের সূচনা করেছেন। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, গত বছর দেশজুড়ে মোট ৪৫০ কিলোমিটারেরও বেশি মেট্রো নেটওয়ার্ক চালু হয়েছে। এছাড়া তিনি ঘোষণা করেছেন আগামী দিনে ২৭ টি শহরে ১ হাজার কিলোমিটার দীর্ঘ মেট্রো নেটওয়ার্ক তৈরি হবে। প্রধানমন্ত্রী বলেছেন, পাশাপাশি বিভিন্ন শহরগুলিকে আমরা এক সুতোয় বাঁধার জন্য পরিবহন ব্যবস্থার ওপর জোর দিচ্ছি। শহরের পরিবহনব্যবস্থা ইন্টিগ্রেটেড সিস্টেমের মত বিকাশ করা হচ্ছে অর্থাৎ শহরগুলিতে বাস, মেট্রো এবং রেল একটি সমন্বয় রেখে কাজ করবে যাতে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে।
আজকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় আগের সরকারকে কটাক্ষ করে বলেছেন, "২০১৪ সালের আগে ১০-১২ বছরে মাত্র ২২৫ কিলোমিটার মেট্রো লাইন চালু হয়েছিল। কিন্তু তারপর গত ৬ বছরে ৪৫০ কিলোমিটারের বেশি মেট্রো নেটওয়ার্ক চালু হয়েছে।" এই কাজ করতে মোট খরচ হচ্ছে ১৭ হাজার কোটি টাকা। এছাড়াও এখনই দেশের ২৭ টি শহরে ১০০০ কিলোমিটারের বেশি পথে মেট্রো লাইন তৈরীর কাজ চলছে। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, "এই মেট্রো প্রকল্পগুলি ভবিষ্যতের চাহিদা পূরণ করবে। শহরবাসীরা আরো উন্নত সুযোগ-সুবিধা পাবে।"