ফের মাদক কাণ্ডে নাম জড়াল বলিউডের (Bollywood)। মাঝ সমুদ্রে মাদক সেবনের উদ্দেশ্য নিয়ে ক্রুজে চেপে রওনা দিয়েছিলেন একদল। অনেকটা বলিউডি ফিল্মি কায়দায় সাধারণ যাত্রী সেজে একদল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) কর্তারাও যাত্রা করেন। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। ক্রুজ যখন মাঝ সমুদ্রে তখনই আচমকাই হানা দেয় এই বিশেষ দল। হাতেনাতে পাকড়াও করা হয় এই চক্রকে। এই চক্রের সঙ্গে বলিউডের প্রথম সারির অভিনেতার পুত্রের যোগসূত্রও মিলেছে। মনে করা হচ্ছে, বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ানকেও জেরা করছে এনসিবি। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, এই বিলাসবহুল ক্রুজটি শনিবার দুপুর ২ টো নাগাদ মুম্বই থেকে ছাড়ে। তিনদিনের এই বিলাসবহুল সফর শেষে ৪ অক্টোবর সকাল ১০ টায় ফিরে আসার কথা। মুম্বই থেকে যাত্রা শুরু করে আরব সাগরে যাত্রা শেষ হওয়ার পরিকল্পনা ছিল। পুরো প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছিল 'Cray'Ark'। কথা ছিল, বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান, ফ্যাশন শো, ফ্যাশন টিভি পুল পার্টি প্রভৃতি অনুষ্ঠিত হওয়ার। যদিও বাস্তবে এই কর্ডেলিয়া নামক ক্রুজে মাদক সেবনের পার্টি চলছিল বলে সূত্রের খবর। এনসিবির কর্তাদের কাছে গোপন সূত্রে খবর তো ছিলই। তাই কর্তাদের একাংশ সাধারণ যাত্রীর পোশাকে এই গোপন মাদক সেবনের ডেরায় হানা চালিয়ে বলিউডের প্রথম সারির অভিনেতার পুত্র-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, এনসিবির কর্তারা প্রচুর পরিমাণে মাদকও পাকড়াও করেছে। এই ক্রজ থেকে বাজেয়াপ্ত হয়েছে কোকেন, হাশিশ, এমডিএমএ-র মতো মাদক। শনিবার গভীর রাতে এই ক্রুজটি আটক করা হয়। ১০ জনকে গ্রেফতারের তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়েছে। এই বিপুল মাদক কীভাবে, কোথা থেকে এল তা নিয়েও ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।