"আপনি গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা" কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী
তিন দিনের ঠাসা কর্মসূচিতে আজ বাইডেন সাক্ষাৎ, কোয়াড বৈঠক
তিন দিনের সফরে আমেরিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে পৌঁছেই তিনি সেদেশের ইন্দো-আমেরিকান জনতার বিপুল সমাদরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তিন দিনের এই ঠাসা কর্মসূচিতে একের পর গুরুত্বপূর্ণ আলোচনা এবং বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শুক্রবারই তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে জাপান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তাঁরা। তার আগেই আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সঙ্গে তিনি বিশেষ বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বলেন, "আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রপতি পদে যোগদান এক ঐতিহাসিক ঘটনা। আপনি গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা। ভারতে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।"
এদিনের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় আরও জানিয়েছেন, "আপনার সঙ্গে সাক্ষাতে গর্ব অনুভব করছি। আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছি। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বহু ক্ষেত্রের একতা, এক উন্নত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সূচিত করে।" মোদী আরও বলেন, অনেক ক্ষেত্রেই আমাদের চিন্তাভাবনা, মূল্যবোধ এক। মহাকাশ গবেষণায় আমরা আগামী দিনে একসঙ্গে আরও কাজ করব। কোভিড পরিস্থিতিতে একসঙ্গে কাজ করেছি। এই প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, "ভারতের এই বিষয়কে আমি স্বাগত জানাই।" পাশাপাশি আরও যোগ করেন, বিশ্বের শান্তি শৃঙ্খলাভঙ্গের অনবরত হুমকি আসছে। একসঙ্গে কাজ করে এই সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে হবে।
এরপর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিশেষ বৈঠকের পর কোয়াড শীর্ষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে। ভারত ও আমেরিকা ছাড়াও কোয়াডের অন্তর্ভুক্ত আরও দুই দেশের প্রধানমন্ত্রীরাও উপস্থিত থাকবেন সেই বৈঠকে। থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট ম্যারিসন। চার রাষ্ট্রনেতার বৈঠকে আফগানিস্তান প্রসঙ্গে থাকবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। সঙ্গে আফগানিস্তান, সীমান্ত সন্ত্রাস, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, জলবায়ু এবং নিরাপত্তা-সহ একাধিক বিষয়গুলিও উঠে আসতে পারে।