মোদী সরকারের কার্যকলাপ ‘স্বৈরাচারী ও আধিপত্যবাদী’
খোলা চিঠি ইংল্যান্ডের প্রখ্যাত ব্যক্তিত্ত্বদের
জনজীবনের নানা সমস্যা সহ হাথরাস কাণ্ডে বিজেপি রাজ্য সরকারের পুলিশ–প্রশাসনের ভূমিকায় মানুষ যখন ক্ষোভে ফুঁসছে, ঠিক তখন সামনে এল প্রধানমন্ত্রীর উদ্দেশে ইংল্যান্ডের প্রখ্যাত ব্যক্তিদের একটি খোলা চিঠি৷ এতে সই করেছেন লেবার পার্টির এমপি জেরেমি করবিন, জন ম্যাকডোনেল সহ শিল্প, সাহিত্য, সাংবাদিকতা, আইন ও রাজনীতি জগতের ২০০ জনেরও বেশি খ্যাতনামা মানুষ৷ চিঠিতে তাঁরা বিজেপি পরিচালিত এনডিএ সরকারের ‘‘স্বৈরাচারী এবং আধিপত্যবাদী’’ কার্যকলাপের নিন্দা করেছেন৷
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে যোগদানকারী ছাত্রছাত্রী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের সদস্যদের বিরুদ্ধে যেভাবে অপরাধের অভিযোগ আনছে মোদী সরকার, তা নিয়ে তাঁদের অভিযোগ৷ বলেছেন, ‘‘গত কয়েক মাস ধরে ভারত যখন কোভিড–১৯ অতিমারির গ্রাসে, তখন প্রতিবাদকে অপরাধ বলে দাগিয়ে দেওয়ার তীব্রতা অভূতপূর্ব ভাবে বৃদ্ধি পেয়েছে৷’’ অথচ সাম্প্রদায়িকতায় উস্কানি দেওয়া সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না শাসক দলের নেতাদের বিরুদ্ধে৷ বিশ্বের চোখে ভারতের ভাবমূর্তি এর আগে কখনও এতটা নিচে নেমে যায়নি বলে দুঃখপ্রকাশ করেছেন তাঁরা৷