গেমারদের ফাঁদে ফেলে লক্ষাধিক ডলার চুরি করছে সাইবার ক্রিমিনালরা, সতর্ক করল Avast

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/06/2021   শেষ আপডেট: 26/06/2021 3:51 p.m.

সাইবার ক্রিমিনালরা গেমারদের থেকে শেষ তিন বছরে ২০ লাখ ডলার ক্রিপ্টোকারেন্সি তৈরি করেছে

বর্তমান যুগে একদিকে যেমন প্রযুক্তি উন্নত হচ্ছে, ঠিক অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। সাইবার ক্রিমিনালদের (Cyber Criminal) পাকড়াও করার জন্য গোটা বিশ্বজুড়ে রয়েছে সাইবার সেল ডিপার্টমেন্ট। আসলে বেশিরভাগ সাধারণ মানুষ ইন্টারনেট দুনিয়ার গভীর রহস্য না জানার জন্য তারা অজান্তেই সাইবার ক্রিমিনালদের কাজের পথ আরও প্রশস্ত করে দিচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে সম্প্রতি সাইবার ক্রিমিনালরা বিভিন্ন গেমারদের টার্গেট করছে এবং তাদের মাধ্যমে লক্ষাধিক টাকার ক্রিপ্টোকারেন্সি পেয়ে যাচ্ছে তারা। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে সাইবার সিকিউরিটি সংস্থা অ্যাভাস্ট (Avast)। তারা জানিয়েছে, "প্রতিনিয়ত অসাধারণ মানুষ টাকা বাঁচানোর জন্য টরেন্ট ওয়েবসাইট থেকে বিভিন্ন গেমের ফ্রী ক্র্যাক ভার্সন ডাউনলোড করে থাকে। আর তাতেই ঘটছে বিপত্তি। ওই সমস্ত ক্র্যাক ভার্সনের ভেতর সাইবার ক্রিমিনালরা ক্রাকোনোস ম্যালওয়ার (Crackonosh Malware) লুকিয়ে রাখে। এটি আপনার অজান্তেই কম্পিউটারে ইনস্টল হয়ে যায় এবং ক্রিপ্টোকারেন্সি তৈরীর জন্য শক্তি সরবরাহ করে।"

অ্যাভাস্ট সংস্থার তরফে জানানো হয়েছে, "ফ্রী ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করলে তা আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ সিস্টেমকে দমিয়ে রেখে আপনার অজান্তে ম্যালওয়্যার ইনস্টল করে নেয়। এর অ্যান্টি অ্যানালাইসিং টেকনিক কম্পিউটারের সিকিউরিটি সিস্টেমকে একে চিনতে দেয় না। এর ফলে একবার এই ম্যালওয়ার ইন্সটল হয়ে গেলে তা কম্পিউটার থেকে দূর করা আর সম্ভব হয় না। এত দিন অব্দি প্রায় ২.২ লাখ ইউজার এই ম্যালওয়ারের শিকার হয়েছেন এবং এখনও অব্দি প্রতিদিন গড়ে ৮০০ জন এই ফাঁদে পা দেন।" আপনি শুনলে অবাক হবেন যে এই পদ্ধতি অবলম্বন করে সাইবার ক্রিমিনালরা কম করে ২০ লক্ষ মিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি শেষ ৩ বছরের মধ্যে তৈরি করে নিয়েছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হল ফ্রী ক্রাক ভার্সন সফটওয়্যার না ডাউনলোড করা।

বিভিন্ন জনপ্রিয় গেমের ক্র্যাক ভার্সনে এই ক্রাকোনোস ম্যালওয়ার (Crackonosh Malware) পাওয়া গিয়েছে। তাদের মধ্যে কয়েকটি হল NBA 2019, Far Cry 5, Grand Theft Auto V, Sim 4 ইত্যাদি। সাইবার ক্রিমিনালদের খপ্পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাজিল, ভারত, ফিলিপিন্স এবং আমেরিকা যুক্তরাষ্ট্র।