হোয়াটসঅ্যাপকে ১৪ টি প্রশ্ন করে চিঠি মোদি সরকারের, আর্জি জানালো নীতি প্রত্যাহার করতে
হোয়াটসঅ্যাপ কোম্পানিকে চিঠি লিখল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক
বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে। এবার হোয়াটসঅ্যাপ কোম্পানিকে চিঠি লিখল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক। তারা চিঠিতে ভারতীয়দের গোপনীয়তা ও তথ্য রক্ষা করার আর্জি জানিয়েছে। সেই সাথে তারা সংস্থার কাছে ১৪ টি প্রশ্ন করেছে। তার মধ্যে আছে হোয়াটসঅ্যাপ ঠিক কি তথ্য জোগাড় করছে? বা কি কি অ্যাপ এর বিষয়ে অনুমতি নেওয়া হচ্ছে ইউজারদের থেকে? বা হোয়াটসঅ্যাপ সমস্ত তথ্য নিয়ে কি করবে? বা অন্যান্য দেশের সাথে ভারতীয় হোয়াটসঅ্যাপ গ্রাহকদের প্রাইভেসি পলিসির কি পার্থক্য আছে? ইত্যাদি।
এছাড়াও মন্ত্রক তাদের চিঠিতে জানিয়েছে নতুন পলিসি অনুযায়ী হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টের তথ্য ফেসবুক কোম্পানিকে দিয়ে দেওয়া হবে। এর ফলে হোয়াটসঅ্যাপ এবং ফেইসবুকের মধ্যে তেমন আর কোন পার্থক্য থাকবে না। এর ফলে দুটি জনপ্রিয় অ্যাপে যত ব্যবহার বাড়বে ততই নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকিও বেড়ে যাবে। এছাড়াও কেন্দ্র সরকার কোম্পানিকে প্রশ্ন করেছে ভারতীয়দের গোপনীয়তার অধিকার সম্বন্ধে তারা কি সচেতন নয়? কারণ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতীয় গ্রাহকদের হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি সম্পূর্ণ আলাদা। সেইসাথে হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নীতিকে প্রত্যাহার করার আর্জি জানিয়েছে মোদি সরকার।