অ্যামি - ২.৪ মিটার লম্বা ১.৪ মিটার চওড়া সম্পূর্ণ ইলেকট্রনিক চারচাকা!
এই গাড়ি চালানোর লাইসেন্স পাবে ১৪ বছর বা তার অধিক যে কেউ
শহরে জায়গার সমস্যা। রাস্তায় গাড়ি অনেক। উপায় কি? ফ্রান্সের বাজারে এলো দুজন চড়ার মতো চারচাকা। ৬০০০ পাউন্ড অর্থমূল্যের এর গাড়ি সম্পূর্ণভাবে ইলেকট্রিকে চলে। একবার চার্জ দিলে মোটামুটি ৩ ঘণ্টা বা কমবেশি ৭৫ কিলোমিটার সার্ভিস দেয় অ্যামি। চালানোর খানিকক্ষণের মধ্যেই এর সর্বোচ্চ বেগ ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে যায় স্পীড।
অ্যামির নির্মাতা কিটরোয়েন স্যালভি ক্রাইজিয়ার জানাচ্ছেন গত ১৫ দিনে ৫০০ টি গাড়ি বিক্রি হয়েছে। তাঁর বক্তব্য, এটা তো গাড়ি নয়। এটা একপ্রকার হালকা কোয়াড্রিসাইকেল। যেটা স্কুটারের পরিবর্তে ব্যবহার করা যায়। কিন্তু যারা গাড়ি প্রেমী তারা খুব যে এটাকে গ্রহণ করবেন বলে মনে করেন না স্যালভি।