Internet Explorer: ২৭ বছরের পথচলা শেষ! বন্ধ হয়ে যাচ্ছে 'আইকনিক' ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/06/2022   শেষ আপডেট: 12/06/2022 12:41 p.m.
https://www.facebook.com/internetexplorerJFF/

১৯৯৫ সালে শুরু হয়েছিল যাত্রা, 'নস্টালজিক' নব্বই দশকের মানুষরা

জল্পনার অবসান! অবশেষে বন্ধ হতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)। অন্তত আন্তর্জাতিক মিডিয়া সূত্রে তেমনটাই রিপোর্ট। মাইক্রোসফটের (Microsoft) অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার খবরে নেটিজেনদের একাংশের মন খারাপ। ২০১৬ সাল থেকে এই ব্রাউজারের ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তখন থেকেই জল্পনা ছিলই, যেকোন সময়ই বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমটি। সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুন থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার।

আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৫ সালে এই ব্রাউজারের পথচলা শুরু হয়েছিল। উইনডোজ ৯৫ (Windows 95) অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসাবে লঞ্চ হয়েছিল এই ওয়েব ব্রাউজার। একসময় ২০০৩ সালে এই ব্রাউজারের সাফল্য শিখর ছোঁয়। সেই সময় ইন্টারনেট এক্সপ্লোরার বিশ্ববাজারের প্রায় ৯৫ শতাংশ শেয়ার ধরে রেখেছিল। তারপর ধীরে ধীরে বিভিন্ন আপডেটেড ব্রাউজার বাজারে আসতে শুরু করে। আর ইন্টারনেট এক্সপ্লোরারের গুরুত্ব কমতে থাকে।

২০১৬ সাল থেকে এই ব্রাউজারের ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় তৈরি হয়েছিল মাইক্রোসফট Edge। ২০২০ সালে মাইক্রোসফট টিমস ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করেছিল। ২০২১-এ মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করা হয়। সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুন থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার।

নব্বই দশকের মানুষের কাছে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল স্বপ্নের মতো। সেই সময় যাঁরা ইন্টারনেট ব্যবহার করতেন, তাঁদের কাছে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল একমাত্র বন্ধুর মতোই। কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে। নেটিজেনদের একাংশ বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁদের কত নস্টালজিক স্মৃতিচারণ করেছেন।