স্থগিত আফগানিস্তান ও পাকিস্তানের সিরিজ, তালিবানি প্রভাব এবার ক্রিকেটেও
চলতি বছরের সেপ্টেম্বরে এই একদিনের সিরিজ হওয়ার কথা ছিল
আফগানিস্তানের (Afghanistan) বর্তমান সংকটময় পরিস্থিতির কথা চিন্তা করে বাতিল হয়ে গেল তাদের পাকিস্তান (Pakistan) সিরিজ। সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কার মাঠে আফগানিস্তান ও পাকিস্তানের একদিনের সিরিজ (One Day Series) হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দীর্ঘ আলোচনার পর আপাতত এই একদিনের সিরিজ স্থগিত হল বলে সূত্রের খবর।
সূত্র মারফত আরও খবর, ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের ক্রিকেটারদের মানসিক অবস্থা বর্তমানে সে দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে স্থিতাবস্থায় নেই। দেশে চলছে তালিবানি সন্ত্রাস। যা নিয়ে সে দেশের খেলোয়াড় রশিদ খান আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকী চলতি ক্রিকেট সিরিজ নিয়েও ওয়াকিবহাল মহলে নানা বিতর্কের বিষয় বারবার উঠে আসছিল। তাই সবদিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি বলেছেন, "ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা মাথায় রেখে সিরিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তারা ইতিমধ্যেই আইসিসিকে বিষয়টি জানিয়েছেন। আরও জানা গেছে, ২০২৩ বিশ্বকাপের আগে এই সিরিজ অনুষ্ঠিত হবে। হামিদ সিনওয়ারি জানিয়েছেন, সোমবার রাতে দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্ত হয়েছে। পাক ক্রিকেট বোর্ডও এই সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাক ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় বলেছে, "আফগানিস্তানের ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা জেনেছি। পাশাপাশি শ্রীলঙ্কায় বাড়তে থাকা কোভিড আক্রান্তের সংখ্যা, কাবুল থেকে শ্রীলঙ্কায় যাওয়ার অসুবিধা বিষয়টিও রয়েছে। সেই সঙ্গে সম্প্রচারের ক্ষেত্রে কিছু সমস্যার কথা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে। সে কথা বিবেচনা করে আমরা সিরিজ আপাতত স্থগিত রাখছি।"