বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনেও কি বৃষ্টি প্রতিপক্ষ?
প্রথম দিনের ম্যাচে টসও করতে পারেনি বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দল
চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship Final) ফাইনাল। প্রথম দিনের খেলায় ভারত (India) নিউজিল্যান্ডের (New Zealand) খেলায় বাধ সেধেছে বৃষ্টি। খেলা দূরে থাকুক, টস পর্যন্ত হয়নি প্রথম দিনের খেলায়। এমন অবস্থায় দ্বিতীয় দিনের খেলায়ও কি প্রতিপক্ষ বৃষ্টি? প্রশ্ন তৈরি হয়েছে গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের কাছে।
সূত্রের খবর, প্রথম দিন খেলা না হওয়ায় নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে অর্থাৎ ভারতীয় সময় আড়াইটের সময় খেলা হওয়ার কথা। কিন্তু ইংল্যান্ডের আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম সেশনে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দ্বিতীয় ও তৃতীয় সেশনে বৃষ্টির আশঙ্কা রয়েছে। লাঞ্চের পর বৃষ্টি কম হলেও চা পানের বিরতির সময় বৃষ্টিতে খেলা ভেস্তে যেতে পারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তামাম বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উৎসাহের শেষ নেই। তবে জল্পনা ছিলই এই সময় ইংল্যান্ডে বৃষ্টির কথা। সেই বৃষ্টিই বাস্তবে ক্রিকেটপ্রেমীদের কাছে প্রতিপক্ষ হয়ে উঠেছে মনে করছেন ওয়াকিবহাল মহল।