IND vs WI: অক্ষরের ব্যাটে-বলে রুদ্ধশ্বাস জয়, একদিনের ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড ভারতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/07/2022   শেষ আপডেট: 25/07/2022 9:22 a.m.
https://twitter.com/ICC

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা সর্বাধিক ১২ টি ওয়ানডে সিরিজ জিতে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

রুদ্ধশ্বাস জয়। লক্ষ্য ৩১২ রান। পরপর উইকেট হারিয়ে দল যখন ব্যাকফুটে হাল ধরলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। আর 'ওস্তাদের মার শেষ রাতে'-র মতোই অক্ষর প্যাটেলের (Axar Patel) ৩৫ বলে অপরাজিত ৬৪ দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে। ব্যাটে-বলে অনবদ্য অক্ষর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়। এখন কেবল হোয়াইট ওয়াশের অপেক্ষা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে নতুন রেকর্ড করল ভারত। একটি দেশের বিরুদ্ধে টানা সর্বাধিক একদিবসীয় ম্যাচ জেতার নয়া রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। টানা ২০০৭ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটিও ওয়ানডে সিরিজ হারেনি ভারত। এর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের সেই রেকর্ড ছিল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নতুন রেকর্ড গড়ল ব্লু ব্রিগেড।

২০০৭ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটিও ওয়ানডে সিরিজ হারেনি ভারত। টানা ১২ টি সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড গড়ল ভারত। শেষ ২০০৬ সালে ব্রায়ান লারার (Brian Lara) ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। কাকতালীয়ভাবে চলতি ম্যাচের ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। উল্লেখ্য, এতদিন পর্যন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের এই রেকর্ড ছিল। টানা ১১ টি সিরিজ জয়ের রেকর্ড। সেই রেকর্ড ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া।

কোন দলের বিরুদ্ধে টানা সর্বাধিক ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড একনজরে -

● ১২ সিরিজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০০৭-২০২২)*

● ১১ সিরিজ পাকিস্তান বনাম জিম্বাবোয়ে (১৯৯৬-২০২১)

● ১০ সিরিজ পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৯৯৯-২০২২)

● ৯ সিরিজ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে (১৯৯৫-২০১৮)

● ৯ সিরিজ ভারত বনাম শ্রীলঙ্কা (২০০৭-২০২১)