অলিম্পিক্সের প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে হেলায় হারালেন সিন্ধু
রোয়িংয়ে অর্জুন লাল এবং অরবিন্দ সিং পৌঁছে গেলেন সেমিফাইনালে
টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) দেশের জন্য প্রথম পদক এনেছেন মীরাবাই চানু (MirabaiChanu)। এবার প্রথম ম্যাচেই নিজের দাপট দেখিয়ে শুরু করলেন গতবারের রুপো জয়ী পি ভি সিন্ধু (PV Sindhu)। ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেলায় হারালেন পোলিগ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের চিউং গান ই-র মুখোমুখি হবেন সিন্ধুকারপোভা সোনিয়াকে। বলা ভাল প্রায় সেটেই উড়িয়ে দিলেন প্রতিপক্ষকে।
খেলার শুরুতে দুজনের মধ্যে সেয়ানে সেয়ানে টক্কর চলছিল। তবে খেলা যত এগিয়েছে, ততই সিন্ধুর হাতে চলে এসেছে। প্রথম সেটে ২১-৭ ব্যবধানে জিতে যান। দ্বিতীয় সেটেও প্রতিপক্ষকে একের পর এক ঘায়ে ধরাশায়ী করেন সিন্ধু। ক্ষিপ্রতার সঙ্গে দ্বিতীয় সেটে ২১-১০ পয়েন্টে জেতেন তিনি। গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের চিউং গান ইর মুখোমুখি হবেন পি ভি সিন্ধু।
অন্যদিকে রোয়িংয়ে অর্জুন লাল এবং অরবিন্দ সিং পুরুষদের লাইটওয়েট ডবলস্ স্কালসের সেমিফাইনালে পৌঁছে গেলেন। এখানেও আশার আলো দেখা শুরু করেছে অলিম্পিক্সপ্রেমী মানুষজন। সি ফরেস্ট ওয়াটারওয়েতে নির্ধারিত দূরত্ববিধি অতিক্রম করতে সময় নিলেন ৬:৫১.৩৬ মিনিট।