আইএসএলের প্রথম ডার্বি বাগানের নামে
২-০ ব্যবধানে দাপুটে জিত এটিকে মোহনবাগানের
SECRET CONTENT
চিরকালীন শত্রুতা। আবার একজনকে ছাড়া অন্যের চলেও না। প্রায় ১০ মাস পর আবার মুখোমুখি ইস্ট বেঙ্গল মোহনবাগান। তবে এখন এসসি ইস্ট বেঙ্গল আর এটিকে মোহনবাগান। তাই বলে ডার্বির উত্তেজনায় ভাটা পড়বে? কলকাতা হাওড়া মেতে উঠলো ডার্বির আমেজে। জায়গায় জায়গায় স্ক্রীন টাঙিয়ে ফুটবলে মেতে উঠলো বাঙালি।
আরও পড়ুন
তবে খেলার শেষে ফল বাগানের দিকেই। মরশুমের প্রথম তথা আইএসএলের প্রথম ডার্বি ২-০ গোলে জিতে ‘champion’-এর দাপটটা দেখলো তারা। যদিও খেলা জুড়ে ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। কিন্তু বারবার মোহনবাগানের গোলকিপার অরিন্দম এবং তাঁর ডিফেন্স টিমের কাছে ধরা পড়ে গেছে তারা।
৪৯ মিনিটে রয় কৃষ্ণ এবং ৮৫ মিনিটের মাথায় মনবীর সিংয়ের গোলে ম্যাচ চলে এলো বাগানের ঘরে।