নিউটাউন এনকাউন্টারে কে এই গ্যাংস্টার? কি জন্য এসেছিল বাংলায়?
নিউটাউন এনকাউন্টার কাণ্ডে জড়িয়েছিল পাঞ্জাবের একজন কুখ্যাত দুষ্কৃতী
নিউটাউনে এনকাউন্টারের পর থেকেই তপ্ত আছে বাংলা। এই এনকাউন্টার কাণ্ডে জড়িত রয়েছে গ্যাংস্টার জয়পাল ভূল্লার এবং তার সঙ্গী জসপৃত জসসি। গত ১৮ মে পাঞ্জাবে দুজন পুলিশকর্মীকে প্রকাশ্যে খুন করে গা ঢাকা দেয় এই কাণ্ডের মূল অভিযুক্ত জয়পাল। তারপর নিউ টাউনে এসে ঘাটি গেড়ে এখান থেকে কাজ শুরু করে এই গ্যাংস্টার। অপহরণ, খুন, ডাকাতি, অস্ত্রপাচার, থেকে শুরু করে আরো ৪০টি মামলায় মূল অভিযুক্ত হিসেবে রয়েছে এই জয়পাল। দেশের ৪ রাজ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে। মে মাসে গা ঢাকা দেওয়ার পর থেকেই এই দুই গ্যাংস্টারের তল্লাশি করার জন্য লেগে পড়েছিল পাঞ্জাব পুলিশ। এমনকি তার মাথায় ১০ লাখ ও তার সঙ্গীর মাথায় ৫ লাখ টাকার পুরস্কার পর্যন্ত রেখেছিলো পুলিশ।
তারপরেই তাদের দুজনের এই রাজ্যে আসার খবর পেয়ে যায় রাজ্য পুলিশ। তাদের খোঁজ করার জন্য মোবাইল নম্বর ট্র্যাক, খবরি লাগানো থেকে শুরু করে সমস্ত পদ্ধতি নিতে শুরু করে। অবশেষে মোবাইলের নম্বর ট্র্যাক করে তাদের দুজনের অবস্থান ধরে ফেলে কলকাতা পুলিশ। তারপরেই তাদের দুজনকে একেবারে হাতে নাতে ধরার জন্য আজকে নিউটাউনে বহুজাতিক আবাসনে অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। দুটি দলে ভাগ হয়ে এসটিএফ অভিযান চালায়। পুলিশ এবং এই দুই গুন্ডার মধ্যে সংঘর্ষে আহত হন এসটিএফের একজন ইন্সপেক্টর কার্তিক ঘোষ। পাল্টা গুলি ছোড়ে এসটিএফ। ঘটনাস্থলেই প্রাণ হারায় এই দুই গ্যাংস্টার। ওই ফ্ল্যাট থেকে ৫টি নাইন এমএম পিস্তল, ৮৯ রাউন্ড গুলি এবং ৭ লক্ষ্য নগদ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। মূলত আগ্নেয়াস্ত্র চোরাচালান করার জন্যই এই রাজ্যে ঘাঁটি গেড়েছিল এই দুই কীর্তিমান, এমনটাই মনে করছে কলকাতা পুলিশ।