অফলাইনে কাদের জন্য খুলছে ক্লাসের দরজা? জেনে নিন বিস্তারিত
গোটা বিষয়টি নিয়ে একাধিক নির্দেশিকা জারি কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সবাই কি অফলাইনে ক্লাস করতে পারবেন? গত দিন কয়েক গোটা বিষয়টি নিয়ে চলছিল জোর জল্পনা। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) তরফে সাফ জানিয়ে দেওয়া হল, বিশ্ববিদ্যালয়ের নবাগত পড়ুয়াদের অনলাইনেই ক্লাস করতে হবে অর্থাৎ সশরীরে ক্লাসে আসার প্রয়োজন নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ও একই নির্দেশিকা জারি করল বলে সূত্র মারফত খবর।
ঠিক কী জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়? মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্নাতকোত্তর প্রথম সেমেস্টারের পড়ুয়াদের ক্লাস করতে হবে অনলাইনে। এখনই তাঁদের ক্যাম্পাসে যাওয়ার প্রয়োজন নেই। তবে তৃতীয় সেমেস্টারের পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে বিশ্ববিদ্যালয়ে এসে। সেই সঙ্গে তৃতীয় সেমেস্টারের থিওরি ক্লাস গোটাটাই অফলাইন নয়, অনলাইন ও অফলাইন মিশিয়েই ক্লাস হবে। তবে যেসব বিষয়ে পড়ুয়ার সংখ্যা বেশি তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আর যেসব বিভাগে পড়ুয়ার সংখ্যা তুলনায় কম তাঁদের প্রত্যেককেই ক্যাম্পাসে আসতে হবে। সব ক্ষেত্রেই পড়ুয়াদের মানতে হবে কঠোর করোনাবিধি।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তরফে জানানো হয়েছে, নবাগতদের এখনই ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই। কারা ক্যাম্পাসে এসে ক্লাস করবে কিংবা কারা অনলাইনেই ক্লাস করতে পারবেন গোটা বিষয়টির সিদ্ধান্ত নিতে পারবেন সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষরা। তবে ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ারা ক্যাম্পাসে আসতে পারবেন। পিএইচডি ও এমফিলের পড়ুয়ারা ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারবেন। অফলাইনের পাশাপাশি সব বিভাগেই অনলাইনেও ক্লাস চালু থাকবে বলে খবর।