করোনার কোপ! নেতাজির জন্মদিন থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাশ টানল নবান্ন
সবুজ সংকেত মিলতেই চূড়ান্ত হল এই সিদ্ধান্ত
একদিকে করোনা (Coronavirus), অন্যদিকে ট্যাবলো বিতর্ক (WB Tableu Controversy), দু'টিতেই রাশ টানতে এবার নয়া সিদ্ধান্ত নবান্নের (Nabanna)। শেষমেশ প্রজাতন্ত্র দিবসের (Republic Day) উদযাপনী অনুষ্ঠানের আয়োজনে টানা হল রাশ। এবছর মাত্র ৩০ মিনিটের অনুষ্ঠান হবে প্রজাতন্ত্র দিবসে। কেন্দ্রের বাতিল করা দুটি ট্যাবলোই থাকছে কুচকাওয়াজে। পাশাপাশি, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও কোনও মিটিং মিছিল করা হবে না, সাফ সিদ্ধান্ত নবান্নের।
নবান্ন সূত্রে খবর, সোমবারই মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই করোনা বিধিনিষেধ মেনে আগামী ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি কীভাবে উদযাপন করা যায়, তা নিয়েই আলোচনা চলে। অবশেষে স্থির হয় এই সিদ্ধান্ত। শেষে সবুজ সংকেত মিলতেই চূড়ান্ত হল এই সিদ্ধান্ত।
নবান্ন সূত্রের খবর, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই ২৬ জানুয়ারির অনুষ্ঠানে কাটছাঁট করা হবে। মাত্র ৩০ মিনিটের অনুষ্ঠান করা হবে। রেড রোডের কুচকাওয়াজে থাকবে দুটি ট্যাবলো। একটি নেতাজির, অন্যটি পুলিশের। এছাড়াও চলবে না মিটিং-মিছিল। কমছে আমন্ত্রিতদের তালিকা।