খুদেদের জন্য গঙ্গাবক্ষে চালু হবে ভাসমান লাইব্রেরি, নয়া উদ্যোগ WBTC এর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/01/2021   শেষ আপডেট: 25/01/2021 10:53 p.m.
কলকাতা ইয়াং রিডার্স বোট লাইব্রেরি। -

২৬ জানুয়ারি ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভাসমান লঞ্চ লাইব্রেরি পরিষেবা শুরু হবে

সম্প্রতি সিটি অফ জয় কলকাতাকে ঢেলে সাজাচ্ছে শাসকদল। এবার একটি বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে রাজ্য পরিবহন দপ্তর অর্থাৎ West Bengal Transport Corporation গঙ্গাবক্ষে ভাসমান লাইব্রেরি আনার ঘোষণা করেছে। ভাবলে অবাক লাগে গঙ্গার বুকে লাইব্রেরি! কিন্তু স্বপ্নকে সত্যি করে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শহরের শিশুদের জন্য এই ভাসমান লাইব্রেরি উদ্বোধন করা হবে। এই লাইব্রেরি হুগলি নদীতে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার অব্দি দিনে তিনবার করে ট্রিপ দেবে। এই ভাসমান লঞ্চ লাইব্রেরির সকাল ১১ টায়, দুপুর ১ টা ১৫ মিনিটে ও বিকেল ৩ টে ৩০ মিনিটে ট্রিপ দেবে। WBTC এর ম্যানেজিং ডিরেক্টর রজনভির সিং কাপুর জানিয়েছেন, "নদী বক্ষে লঞ্চে ঘুরতে ঘুরতেই ছোট ছোট ছেলেমেয়েরা যদি একটু বইয়ের পাতা উল্টে দেখে তাহলে ভাল লাগবে। বর্তমানের ডিজিটাল দুনিয়ায় এখনকার ছেলেমেয়েদের বইয়ের প্রতি আগ্রহ হওয়া খুবই জরুরী। তাই আমাদের এই পরিকল্পনা।"

পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে এই ভাসমান লঞ্চ লাইব্রেরিতে বাংলা ইংরেজি মিলিয়ে মোট ৫০০ টি বই থাকবে। বাচ্চাদের পছন্দসই জিনিস দিয়ে লঞ্চের অন্দর সাজানো হবে। লঞ্চে তিন ঘন্টার জন্য ১৭ বছরের কম বয়স্কের জন্য টিকিট মাত্র ৫০ টাকা। অন্যদিকে ১৮ বছর বা তার বেশি বয়স্কদের জন্য টিকিট মূল্য ১০০ টাকা। এই লঞ্চে ফ্রী ওয়াইফাই থাকবে। এছাড়াও সময় কাটানোর জন্য কেক ও সফ্ট ড্রিংকস এর দোকান পাওয়া যাবে। এছাড়াও এই লঞ্চ কোন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বুক করতে পারবে। সেইক্ষেত্রে একবার ট্রিপ বুক করতে খরচ করতে হবে মাত্র ৪০০০ টাকা।