নাশকতার সন্দেহ! ভিক্টোরিয়ার উপর চিনা ড্রোন উড়িয়ে পাকড়াও ২ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/08/2022   শেষ আপডেট: 12/08/2022 12:20 p.m.
unsplash.com

ভোপাল থেকে গ্রেফতার দুই বাংলাদেশি জেএমবি জঙ্গি

ঠিক যেন চিনের ঘটনার পুনরাবৃত্তি, মনে করছেন গোয়েন্দাদের একাংশ। স্বাধীনতা দিবসের আর মাত্র ২ দিন বাকি। রাজ্য তথা দেশজুড়ে জারি কড়া নিরাপত্তা। এর মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা। খাস কলকাতার বুকে বড়সড় নাশকতার ছক। সন্দেহ ওয়াকিবহাল মহলের। ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) উপর বেআইনিভাবে চিনা ড্রোন উড়িয়ে ভিডিও করার সময় হাতেনাতে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

ঠিক কী ঘটেছিল এদিন? দুই বাংলাদেশি যুবক ড্রোন উড়িয়ে ভিডিও করছিল। তাদের হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের পরিচয় জানা গেছে। তারা তাদের পরিচয় জানিয়েছে বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা এলাকার। যদিও তারা জেরায় জানিয়েছে, এখানে যে ভিডিও করা যায় না, তা তারা জানত না। গোটা বিষয়টি এতটা হালকা ভাবে নিচ্ছেন না তদন্তকারী অফিসাররা।

এরমধ্যেই ভোপাল থেকে দুই বাংলাদেশি জেএমবি আটক করা হয়েছে। যাদের সঙ্গে কলকাতার সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ। এমনকী এরাজ্য থেকেই তাদের কাছে টাকা পৌঁছাত তার খোঁজও মিলেছে। সব মিলিয়ে কলকাতার বুকে বড়সড় নাশকতার ছক ছিল কী না খতিয়ে দেখছে পুলিশ।